শুভ সকাল

একটি নতুন সূর্য (ডিসেম্বর ২০২৩)

আদনান খালিদ সাম্য
  • 0
  • 0
  • ৪৩
সকাল হতেই মোরগের ঝংকার শোনা গেল । আমি ঘুম থেকে উঠিয়া পড়িলাম,শরীর মোচড় দিলাম,ঘুম হইতে ওঠার পরও আমার ঘোর ভাংতে কিছুটা দেরি লাগিল,যাহা আমার অভ্যাস, কি করিব, ক্লাস ফাইভে পড়ি,এগারো বছর বয়সে
পা রাখিলাম এইতো সেদিনই, একদিন আগে। তারপর জানালার পর্দা সরিয়ে উঁকি দিলুম কিন্তু দেখিলাম রবি ( সুর্য)এখনো উপ্সথিত
হয়নাই,সকাল হয়নাই, কটা বাজে,ঘড়ির কাটায় সময় ৭ টা,সকাল হয় না কেন? আমি যাচ্ছেতাই ভয় পাইয়া গেলাম,এছাড়া এগারো বছর এর একজন ছেলে হিসেবে আমার আর কি করিবার ছিল,কিছু না,তাই নয় কি।আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাড়িয়ে রহিলাম,হঠাৎ কলম পড়িবার শব্দে আমার ঘোর ফিরিল,যাইহোক কিচ্ছুটি করার আছিল না,আমি হাটতে লাগলাম,আয়নায় নিজেকে দেখিয়া ভয় পাইয়া গিয়াছিলাম,যাই হোক আমি নিজের রুমে চলিয়া গেলাম,শুইলাম,কিছুক্ষণ গড়াগড়ি করিবার পর আবারও জানালার পর্দা সরিয়ে উঁকি দিলুম,মনে বড় আশা ছিল,সকাল হইয়া যাইবে,তবে আমার ছোট্ট মনটা চুরমার করিয়া দিল সকালের রবি,আমি ধপাস করিয়া পড়িয়া গেলাম,কাল আমার ঘুমাইতে দেরি হইয়াছিল তাই কিছুটা ক্লান্ত ক্লান্ত লাগিতেছিল,পড়িয়া গিয়া নিতম্বে বড় ব্যাথা পাইলাম,কেউ শুনিল না,বড় দিদি ক্লাস ৯ এ পড়ে গভীর ঘুমে মগ্ন হইয়া রহিয়াছে। এখন যদি আমাকে কেহ অপহরণ করিয়া লইয়া যায় সে বুঝিবে না,টেরই পাইবে না,আমি বড় ভয় পাইয়া গিয়াছিলাম , কি করিব,এখনো যে রবি উপস্থিত হয় নাই,তখন আমি রাম নাম জপ করিতে লাগিলাম,, আমার মনে হইতেছিল,এই সকাল বোধহয় আর কোন দিন আসিবে,আমার জীবন বোধহয় আজ এক ভয়ংকর ঘটনার সাথেই সমাপ্ত হইবে,আমি আসলে তখন কিছুই বুঝিতেছিলাম না,আমি দিজ্ঞিদিক জ্ঞানশুন্য হইয়া গিয়াছিলাম, আর সেই যে পড়িয়া যাইয়া নিতম্বে ব্যাথা পাইয়াছিলাম না,ব্যাথায় আর উঠিতে পারি নাই,রাম নাম জপ করিতে করিতে ঘুমাইয়া গিয়াছিলাম, খুব বেশিক্ষন নয় মাত্র ৩০ সেকেন্ড ঘুমাইয়াছি,ঘুম ভাংগিয়া গেল,আমি কোমরে কিছুটা শক্তি অনুভব করিলাম,খুব চেষ্টা করিয়া আকিয়া বাকিয়া দাড়াইবার চেষ্টা করিবার গিয়া নিতম্বে মোচড় লাগিল, খুব বেদনা সহিয়া নিতম্ব চাপিয়া ধরিয়া চেয়ারে বসিলাম,পানি খাইলাম,আবার জানালা দিয়া উঁকি মারিয়া দেখি এখনো সকাল হয়নাই,তখন আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলুম,কোমরে ব্যাথা সারিয়া গিয়াছে, দিদির ঘরের দরজা দিয়া উঁকি মারিয়া দেখিলাম দিদি গভীর ঘুমে মগ্ন হইয়া আছে,আমি যদি ভয়ে কাদিয়াও ফেলি তবে হয়তবা সে শুনিতে পাইবে না,আমি যদি কাদিয়া মরিয়াও যাই তবেও হয়তোবা,আজ আমি একা,প্রচুর একা, বড় একা,আমি আর কি করতে পারি,আচ্ছা,আর কি করিব,বাথরুমে যাইতেও আমার ভয় করিতেছিল সাপের ভয় আমার নিতান্তই বেশি,টিভিতে সাপ দেখিলে আমার শরীর কাপিয়া উঠে,আমি নির্বাক দাড়াইয়া রহিলাম, প্রায় ১৫ সেকেন্ড এর মত,অসহায় আমি আর কি করিতে পারিতাম,আমি দাড়াইয়া আছি বাহির হইতে বাতাস আসিয়া আমার পুরো শরীর এ কম্পিন বহাইয়া দিল,পুরোটা বাতাস যেন আমার গালে আসিয়া লাগিতেতেছিল,তখন সেই স্গ্বিদ্ধ বাতাস যেন আমাকে থাপড়াইতে লাগিল আমি গুটি গুটি পায়ে খুব নিশব্দে আগাইয়া গেলাম,মশারী তুলিতে আমার হাত কাপিতেছিল, কোনমতে তাহা উঠাইয়া দিদির হাতের কাছে গুটিশুটি হইয়া শুইয়া পড়িলাম,আর মনে মনে জপ করিতে লাগিলাম, রাম,রাম,রাম,আজ রক্ষা করিও,কৃষ্না বলেছেন,রণে বনে জলে জংগলে যেখানেই বিপদে পড়িব্ব আমাকে স্বরন করিও আমিই রক্ষা করিব,তবে আজ তো তিনি আসছেন না আমায় রক্ষা করিতে,তবে কি এমন কোন পাপ করিয়াছি যাহার ফলে শ্রীকৃষ্ণ আমার উপর নারাজ হইয়া আছেন,কি করিয়াছি,কিচ্ছু না
,নিজের উপর মায়া হইতে লাগিল,তখনই দিদি আমার বুকে হাত রাখিলেন,তখন মনে হইল স্বয়ং মা দুর্গা যেন আমার বুকে হাত রাখিলেন, তখনই মোরগ ঝংকার দিয়া উঠিল,আমি ছুটিয়া গিয়া জানালার পর্দা সরিয়ে উঁকি দিলাম,দেখিলাম নতুন রবি উদিত হইতেছে,আজ সেই কর্কষ মোরগের ডাক যেন আমার খুব মধুর মনে হইতে লাগিল,আমি দীর্ঘশ্বাস ফেলিলাম,বুকে হাত রাখিয়া আনমনেই বলিয়া উঠিলাম,জয় শ্রীকৃষ্ণ। দিদি ঘুম হইতে জাগিতেই সবার আগে আমাকে জাগ্রত দেখিয়া প্রশ্ন করিলেন,অপু তোর ঘুম হয়নি,আমি উত্তর দিতে পারিলাম না,নখ কামড়াইতে লাগিলাম।
বি:দ্র: আমি একজন মুসলিম ছেলে,উক্ত গল্পে আমার ধর্ম নিয়া কোন প্রকার অসম্মতি প্রকাশ করিবেন না,

আর আরেকটা কথা আগামি ৮ তারিখ পরিক্ষা শুরু,ডিসেম্বর মাসের সংখ্যায় বিশেষ ভাষা ব্যাবহার করা হবে

ইতি লেখক
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

উক্ত গল্পে একজন ছেলে তাহার নাম অপু,তাহার একটা ভয়ংকর ঘটনার কথা বলা হইয়াছ্র, এই গল্পে সুর‍যের মাধ্যমে তাহার বাচিয়া যাওয়ার কথা বলা হইয়াছে, সুতরাং বিষয় সামঞ্জস্য রাখিয়া গল্প লেখা হইয়াছে আমি সে দাবি করিতে পারি এবং ইহাতে ২৫০ শব্দের ব্যবহার করা যায় নাই,উক্ত কারণে আমার গল্প যেন বাতিল না হইয়া যায়।ধন্যবাদ

১৬ আগষ্ট - ২০২৩ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "যানজট”
কবিতার বিষয় "যানজট”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর,২০২৪